

বগুড়া সংবাদ:বগুড়া শাজাহানপুরের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনসাধারনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বন্দর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ব্যাপী এই মানববন্ধন শেষে মাঝিড়া স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবীসহ অন্তত কয়েক হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা জানিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ক্লিনিকের স্বত্বাধিকারী প্রফেসর জাফর আলমগীর, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন, মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম দুদু, রোদসী ট্রেডার্সের স্বত্বাধিকার রফিকুল ইসলাম রোদসী, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বার, মাঝিড়া বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারির মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাঝিড়া বন্দর শাজাহানপুর উপজেলা সদর এলাকা। মহাসড়কের পূর্ব পাশে গাবতলী ও ধুনট উপজেলার সাথে সংযোগ বাইপাস সড়ক, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়, মাঝিড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুবলাগাড়ী ডিগ্রী কলেজ, ভূমি রেজিস্ট্রী অফিস। পশ্চিম পাশে উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাঝিড়া ক্যান্টনমেন্ট, বগুড়া-নাটোর সড়কের সাথে সংযোগ বাইপাস সড়ক। মাঝিড়া বন্দর উপজেলা সদর হওয়ায় মহাসড়কের দুই পাশের উপজেলার চোপীনগর, খোট্টাপাড়া ও মাঝিড়া ইউনিয়নের এবং গাবতলী ও ধুনট উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের মহাসড়ক পারাপারে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। বয়স্ক ও অসুস্থ মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে মহাসড়ক পারাপারে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আগামী ১৩ নভেম্বরের মধ্যে ফ্লাইওভার নির্মাণের দৃশ্যমান কার্যক্রম শুরু করা না হলে ১৪ নভেম্বর মহাসড়কে অবস্থান কর্মসূচী ঘোষণা করেন বক্তারা।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা