বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট পৌরসভার কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ধুনট হাসপাতাল মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হয়েছি। কিন্তু হঠাৎ করেই আমাদের সকল কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। একারনে জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক সনদ, ওয়ারিশিয়ান সনদ, জমি জরিপ সহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত ও হয়রানীর শিকার হচ্ছেন পৌরসভার নাগরিকরা। তাই জনগণের সেবা নিশ্চিত করতে মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে ড. ইউনুস সরকারের কাছে পৌরসভার সকল কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ধুনট পৌরসভার ১নং
ওয়ার্ড কাউন্সিলর মুঞ্জিল হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আখতার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজগর মান্নান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রনজু মল্লিক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আপাল শেখ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফোরহাদ হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ১,২,৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রেহেনা পারভিন, ৩,৫,৬নং ওয়ার্ডের কাউন্সিলর শিউলী আকতার ও ৭,৮,৯নং ওয়ার্ডের কাউন্সিলর মালতি খাতুন।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …