
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া থানা পুলিশ গত ৫নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে জুয়া খেলার সরঞ্জামাদী সহ চার জুয়াড়–কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তারাজুন
গ্রামের মৃত হানিফের ছেলে আনিছুর রহমান(৫৩), ভাতহান্ডা গ্রামের শফির জোয়ারদারের ছেলে হাফিজুল(৩৫), দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লার তমজেদ প্রাং এর ছেলে শিমুল প্রাং(৪৫) ও একই মহল্লার সাইদুর প্রাং এর
ছেলে রায়হান শাকিল(২৩)। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম চার জুয়াড়ুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬নভেম্বর বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা