বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিলা পাথারে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম জানান, বুধবার সকালে সাতবিলা পাথারে জমিতে কাজ করতে গিয়ে একটি মরিচ ক্ষেতের পাশে সেচ নালার মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির জবাই করা লাশ দেখতে পায় এলাকার কৃষকরা। এ সময় লাশটির পাশে একটি মোবাইল ফোন পরে থাকতে দেখেন তারা।
লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত লাশটি সারিয়াকান্দি উপজেলার আপেল মিয়া নামে এক ব্যক্তির হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।। তবে এখনো পুরোপুরি পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য জানা যায় নি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
