বগুড়া সংবাদ ঃ বগুড়ায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-৪, এর যৌথ অভিযানে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার । গত ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার সদর থানাধীন বৃন্দাবনপাড়া এলাকার সায়েল (১৭) নামের এক অটো রিক্সা চালককে কাহালু থানাধীন কালাই ইউনিয়নের সুখানগাড়ী গ্রামস্থ কাউড়া এলাকায় খড়ের পালার ভিতর শ্বাসরোধ করে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের মা মোছাঃ উমবি বেগম, স্বামী- মোঃ স্বাধীন, সাং- বৃন্দাবনপাড়া, থানা ও জেলা- বগুড়া কাহালু থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কাহালু থানার মামলা নং-১৭, তারিখ-২৫/১২/২৩ খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি বগুড়া জেলাসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীদের দ্রæত গ্রেফতার করতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ ০০.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা হইতে তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আজিজুল হক (২৩), পিতা- মোঃ আঃ রাজ্জাক, সাং- চকঝিনা হার, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। উল্লেখ্য যে, ধৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী সংস্থা পিবিআই, বগুড়ায় সোপর্দ করা হবে।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …