বগুড়া সংবাদ: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ০৯ অক্টোবর (বুধবার) রাতে নওগাঁ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নওগাঁ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা মন্ডপের কমিটি, সেচ্ছাসেবক ও আনসার ভিডিপি সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ নাজমুল আসফাক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বৃন্দ।
পরিদর্শন শেষে রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক বলেন,শারদীয় দূর্গা পূজা যেন ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ ও সুন্দর ভাবে উদযাপিত হয় সেজন্য সরকারের নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।
এভারের পূজা ০৯ অক্টোবর (বুধবার) থেকে শুরু হলেও বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা ০৬ অক্টোবর থেকেই পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে।
আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে তাদের অনুষ্ঠান সফল ও সুন্দর করতে হবে এবং ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশনা প্রদান করেন।
Check Also
১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …