বগুড়া সংবাদ: “সচেতন চাষী, সমৃদ্ধ কৃষি” এই বিষয়কে সামনে রেখে বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে সিনজেনটা ঔষধ কোম্পানী কাহালু উপজেলা পরিবেশক এর আয়োজনে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস। সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা
নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. মীর কাশিম আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইফতেখার রাসূল সিদ্দিক, উপ-সহকারি উদ্ভিদ ও সংরক্ষণ অফিসার মাসুদ রানা, সিনজেনটা ঔষধ কোম্পানীর এম.সি.এস জামাল হায়দার, আর.এস.এম আসাদুজ্জামান, টি.ও সোহাগ রানা, এস. পি. ও নাহিদ হাসান, পি. এস. এ আনিসুজ্জামান পলাশ, সিনজেনটা ঔষধ
কোম্পানী কাহালু উপজেলা পরিবেশক মনিরুল ইসলাম (সিয়াম) প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিলার ও কৃষকবৃন্দ।
Check Also
রাণীনগরে সাংবাদিক এবং সাংবাদিকের পিতার মৃত্যু
বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না …