সর্বশেষ সংবাদ ::

ধুনটে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

ধুনটে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়া সংবাদ:বগুড়ার ধুনটে পুকুরের পানিতে ডুবে রমজান আলী প্রামানিক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি পূর্ব মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী প্রামানিক ওই গ্রামের মৃত আয়েন উদ্দিন প্রামানিকের ছেলে।

নিহতের ছেলে আব্দুল মজিদ জানায়, তার বাবা বয়সের কারনে মানসিকভাবে অসুস্থ ছিল। সোমবার রাতে বাবাকে নিজ ঘরে ঘুম পাড়িয়ে তারাও ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তার বৃদ্ধ বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

এবিষয়ে ধুনট থানার এসআই মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Check Also

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের  উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে  ধান সংগ্রহের লটারী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *