কাহালুতে কাবাডি খেলা নিয়ে মারপিটে ৬ শিক্ষার্থী আহত

বগুড়া সংবাদ:  বগুড়ার কাহালুতে গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা কাবাবি প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ৬ শিক্ষার্থী আহত হয়ে কাহালু হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে। মঙ্গলবার দুপুরে কাহালু পৌর সদরের মাস্ট্রারপাড়া এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে।

জানা গেছে, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কাবাডি প্রতিযোগিতায় ফাইনাল পর্বে উঠে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জামগ্রাম উচ্চ বিদ্যালয়। কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের আপত্তির মুখে খেলাটি কাহালু উপজেলা প্রশাসনের আবাসিক মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে ৭ পয়েন্ট পেয়েছে জামগ্রাম উচ্চ বিদ্যালয় ও কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ৬ পয়েন্ট পেয়েছে।
১ পয়েন্ট বেশি পেয়ে জামগ্রাম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে ফেরার পথে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারপিটের জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেন ১০ম শ্রেণির ছাত্র মেজবাবুর রহমান, সিয়াম, আবু হানিফ, ৯ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বাবু ও ৮ম শ্রেণির ছাত্র শিবলি সাদিক।
জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক জানান, আমাদের ছাত্ররা বাড়িতে ফেরার পথে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্ররা দুদিক থেকে হামলা করলে ৬ ছাত্র গুরুত্বরভাবে আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে আমাদের স্কুলের অনেক ছাত্র দৌড়ে থানায় গিয়ে আত্মরক্ষা করে। কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ. এফ. এ ছালাম মোবাইল ফোনে জানান, আমি মিটিংয়ে পরে বিষয়টি জানাবো।
কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন জানান, বিজয়ী দল বাড়িতে ফেরার পথে তাদের মারপিট করে পরাজিত দল। এবিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, মারপিট শুরুর পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Check Also

নতুন সিইসি নাসির উদ্দীন

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *