
বগুড়া সংবাদ : গত রোববার রাতে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডিপোইল গ্রামে তাসনিয়া আফরোজ তানহা (১২) নামে এক মাদ্রাসার ছাত্রী আতœহত্যা করেছে। সে উল্লেখিত গ্রামের আবু তাহেরের মেয়ে। সে শেখাহার হিরার আলো মাদ্রাসার একজন ছাত্রী ছিলেন। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। প্রতিবেশী লোকজন জানান, তার বাবার সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় এবং তার মায়ের অন্য জায়গায় বিয়ে হওয়ায় সে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিল।
ওই রাতে তাসনিয়া আফরোজ তানহা তার দাদা ও বাবার সাথে খাওয়া দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে যান। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় যাওয়ার জন্য তাকে ডাকাডাকি করলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় লোকজন। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়। কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরকরা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা