বগুড়া সংবাদ ঃবগুড়া লেখক চক্রের আয়োজনে এবং কথাসাহিত্যিক আব্দুল কাদের পাঠাগারের সহযোগিতায় সংগঠনের ৯২৪তম পাক্ষিক সাহিত্য আসর কথাসাহিত্যিক আব্দুল কাদের আকন্দ এর জন্মস্থান এরুইল মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজন শুরু হয় সাতমাথা থেকে। সাতমাথা থেকে এরুইল বাজারে গিয়ে কথাসাহিত্যিক আব্দুল কাদের আকন্দ পাঠাগার পরিদর্শন, তার কবর জিয়ারত, মাঠভর্তি শর্ষে ফুলে মাখামাখি, স্বরচিত কবিতা পাঠ এবং মাঠে কলাপাতায় দুপুরের খাবার। কনকনে
এই শীতকে উপেক্ষা করে বগুড়া লেখক চক্রের ৩০ জন সদস্য এই কবিতাভ্রমণে অংশগ্রহণ করেন। এরুইলের খোলামাঠে অনুষ্ঠিত স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি আমির খসরু সেলিম, কবি মুনসুর রহমান তানসেন, কবি দ্বীপ সরকার, কবি সিকতা কাজল, কবি বাদল শাহ, কবি শাহানূর শাহিন, কবি হিরণ্য হারুন, কবি এম রহমান সাগর, কবি প্রিয়ম পলাশ, কবি মোস্তাফিজার রহমান, কবি জীবন সাহা, কবি সুমন মোহন্ত, কবি শাহাদত হোসেন, কবি সাফওয়ান আমিন, কবি সাহানা আক্তার, কবি অনামিকা রায়, কবি আলম সাধু, কবি মাহাবুব টুটুল, কবি এইচ আলিম এবং কবি ইসলাম রফিক। এর আগে কবি ও কথাসাহিত্যিক আব্দুল কাদের আকন্দ নিয়ে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে এরুইল খোলা মাঠে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম। কবি এইচ আলিম এবং কবি আবু রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সাংবাদিক
মুনসুর রহমান তানসেন, কথাসাহিত্যিক আব্দুল কাদের পাঠাগারের সভাপতি কবিপুত্র ইশতিয়াক আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মোঃ তাকবির হোসেন, ‘অনুশীলন’ সম্পাদক কবি এম রহমান সাগর, ব্যাংকার কবিপুত্র শফিউজ্জামান সুমন। বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে পাঠাগারে বই এবং কবি ব্যাগ উপহার প্রদান করা হয়। উল্লেখ্য, কবি ও কথাসাহিত্যিক আব্দুল কাদের আকন্দের জন্ম ১৯৫৪ সালের ৩০ নভেম্বর এবং মৃত্যু ২০২১ সালের ২০ আগস্ট।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …