সর্বশেষ সংবাদ ::

 বগুড়ায় বেড়েই চলেছে শীতের তীব্রতা

বগুড়া  সংবাদ ঃ জানুয়ারির মাঝামাঝি এ সময়ে জেঁকে বসেছে শীত। বগুড়ায় বেড়েই চলেছে শীতের তীব্রতা। এতে করে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে দিন মজুরসহ খেটে খাওয়া মানুষের পক্ষে জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়েছে। শীতে মানুষের পাশাপাশি গবাদিপশুরও কাহিল অবস্থা। শুক্রবার সকালে জেলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ৩ জানুয়ারি জেলায় ১১ দশমিক ৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়।এদিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘জেলায় আজ সকালে ১১ দশমকি ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’ রাতে দিনে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *