সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে বিএনপির নেতারা একাট্টা

নন্দীগ্রামে বিএনপির নেতারা একাট্টা
বগুড়া সংবাদ: বগুড়া সংবাদ: শেখ হাসিনার ক্ষমতাচ্যুতে আওয়ামী লীগ সরকার পতনের পর বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দলীয় কার্যক্রমে সরব হয়েছে বিএনপি। নেতারা নিয়মিত সভা-সমাবেশ, মিছিল ও তৃণমূলে মতবিনিময় করছেন। সাবেক নেতাকর্মীদের চাঙা করতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
গত মঙ্গলবার নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বগুড়া বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, সাবেক সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সুশান্ত সরকার শান্ত, সাবেক চেয়ারম্যান শামছুর রহমানসহ শতাধিক সাবেক নেতা উপস্থিত হন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে ধানের শীষে ভোটের অপেক্ষায় আছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণ স্বাধীনতার অধিকার ফিরিয়ে এনেছে। নন্দীগ্রাম উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর।

Check Also

সোনাতলায় তিনদিন ব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে, সোনাতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *