বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা দলিল লেখক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু)।
সভায় পূর্বের কমিটি বিলুপ্তি করে সর্ব সম্মতিক্রমে আাব্দুর রাজ্জাককে আহবায়ক ও মাহবুবুর রহমান বাবুকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন খলিলুর রহমান (মুকুল), ওমর আলী, আজম, আজাহার আলী ও রুহুল আমিন।
ক্যাপসনঃ সোমবার বগুড়ার কাহালু উপজেলা দলিল লেখক সমিতির আাঃ রাজ্জাককে আহবায়ক ও মাহবুবুর রহমান বাবুকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রতিনিধিঃ
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …