সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

বগুড়া সংবাদ:বগুড়ায় যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।আহতের নাম মেহেদী হাসান বাপ্পী। তিনি বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে তিনি  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন।যুবদলের একটি সূত্র জানায়, বাপ্পী এবং সুরুজ নামে দুই যুবদলের নেতার দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধসহ পূর্ব শত্রুতা ছিল। যার প্রেক্ষিতে আজকের এই হামলার ঘটনা ঘটেছে৷

পুলিশ  কর্মকর্তা লালন জানান, বাপ্পীর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা এখন আশংকামুক্ত।

 

Check Also

দুপচাঁচিয়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন

বগুড়া সংবাদ : ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *