সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌর চেয়ারম্যান মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের বৃত্তি পেল ১২ শিক্ষার্থী

সান্তাহার পৌর চেয়ারম্যান মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের বৃত্তি পেল ১২ শিক্ষার্থী

বগুড়া সংবাদ:  বগুড়ার সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের আয়োজনে কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের ১২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা করা হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দেওয়ান আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুকুল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিরা।

উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের প্রতি বছরই কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Check Also

কাহালুর পাইকড় ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালুর আড়োলা খেলার মাঠে পাইকড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *