বগুড়া সংবাদ: বগুড়ার কাহালু উপজেলার সাবানপুর- কালীপাড়া সড়কে গত বুধবার রাতে পিক আপ ভ্যানের চাপায় পড়ে ঘটনাস্থলে বুলু মিয়া (৬০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুলু মিয়া ভাগজোড় (কালীপাড়া) গ্রামের মৃত রমজান আলীর পুত্র। জানা যায়, বুলু মিয়া রাতে কালিপাড়া মাঠে তার মনিচ চাষের জমিতে শ্যালো-মেশিন দেখে জমিতে মাছ ধরতে যায়। এ সময় তার ঘুমের ভাব হলেসে পাকা রাস্তার উপর ঘুমিয়ে পড়ে। সাবানপুর দিক থেকে অপ্সাত
১টি পিকআপ ভ্যান জামগ্রামের দিকে যাওয়ার পথে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাহালু থানার এস আই মহিউদ্দিন বুলু মিয়ার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, তার পরিবারের পক্ষে কেউ বাদী না হওয়ায় লাশ পরিবারের কাছে
লাশ হস্তান্তর করা হয়েছে।
Check Also
কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও
বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …