সর্বশেষ সংবাদ ::

সিরাজগঞ্জে নৌকার জয় পেলেন যারা

সিরাজগঞ্জে নৌকার জয় পেলেন যারা

বগুড়া সংবাদ : সিরাজগঞ্জের ৬টি আসনের সবকটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। রোববার (৮ জানুয়ারি) রাতে জেলার সকল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফলে জানা যায়, সিরাজগঞ্জ-১ আসনে ১৭৩ ভোটকেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) ২ লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন  ২ হাজার ১৩৯ ভোট।

সিরাজগঞ্জ-২ আসনে ১৪৫ টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের জান্নাত আরা হেনরী (নৌকা) ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট।

সিরাজগঞ্জ-৩ আসনে ১৫৩ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের অধ্যাপক ডা. আব্দুল আজিজ (নৌকা) ১ লাখ ১৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট (ঈগল) পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।

সিরাজগঞ্জ-৪ আসনে ১৩৭ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফি নৌকা প্রতীকে ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক (লাঙ্গল) পেয়েছেন ৭০৮৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের আব্দুল মমিন মণ্ডল (নৌকা) ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ-৬ আসনে মোট ১৬০ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামী লীগের চয়ন ইসলাম (নৌকা) ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল) পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *