বগুড়া সংবাদ: বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামে জায়গা জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের মারপিটে গুরুত্বর আহত মন্টু (৬০) এর মৃত্যু হয়েছে। মন্টু উপজেলার জামগ্রাম লয়াপাড়ার মৃত রইচ উদ্দিনের পুত্র। গত ২৬ আগষ্ট জায়গা জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের মারপিটে গুরুত্বর ভাবে আহত হন মন্টু। তাকে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে মন্টুকে বাড়ীতে নিয়ে আসে পরিবারের লোকজন। শুক্রবার রাতে সে নিজ বাড়ীতে মারা যান। জানা যায়, উপজেলার জামগ্রাম লয়াপাড়ার মৃত আব্দুল হামিদ এর পুত্র আব্দুস ছালাম গং এর সাথে জামগ্রাম সরদার পাড়ার মৃত আলতাফ হোসেনের পুত্র মানিক গং এর দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে মানিক লোকজন নিয়ে জমির আগাছা পরিস্কার ও সার দিতে গেলে আব্দুস ছালাম তার লোকজন নিয়ে বাধাঁ প্রদান করেন।
এ সময় প্রতিপক্ষ মানিকের লোকজনের মারপিটে জামগ্রাম লয়াপাড়ার মৃত আব্দুল হামিদ এর পুত্র আব্দুস ছালাম (৪৫), আমানুর ইসলাম (৪২), মানিক মিয়া (৩৫), মৃত রইচ উদ্দিনের পুত্র মন্টু (৬০), মেরাজ (৫০), আব্দুস ছালামের পুত্র নুর হোসেন (১৫) ও আমানুর ইসলামের পুত্র সৈকত (১৮) গুরুত্বর ভাবে আহত হন। আহতদের প্রথমে কাহালু উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরেদিন গত ২৭ আগষ্ট মৃত মন্টুর ফুফাতো ভাই নান্টু বাদী হয়ে কাহালু থানায় ৪ জন এজাহারভোক্ত সহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান আহত
মন্টুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে এবং মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
Check Also
সোনাতলায় মহিলাদের মাঝে এস্পা’র সেলাই মেশিন ও কাপড় বিতরণ
বগুড়া সংবাদ :: সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুরে পার্সন প্রোগ্রেস এসোসিয়েশন (এস্পা)-এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে …