সর্বশেষ সংবাদ ::

আত্রাই ষ্টেশন এলাকা থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ: রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে প্রায় ৪০বছর বয়সি এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সান্তার জিআরপি থানাপুলিশ এই মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত ওই ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাস্টার সুব্রত কুমার দাস জানান,শনিবার ভোর অনুমান চারটা ৪২মিনিট নাগাদ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে।এর পর ষ্টেশনের দক্ষিন পার্শ্বে অজ্ঞাত ওই ব্যাক্তির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন।পরে সান্তাহার জিআরপি থানাপুলিশকে সংবাদ দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান,স্থানীয়দের ধারনা মতে,ওই ব্যাক্তি হয়তো ব্রীজ পারা-পার হচ্ছিল। এসময় ট্রেন পার হয়ে যাবার সময় ধাক্কা লেগে পরে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। তিনি বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে।এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *