বগুড়া সংবাদ : সোমবার বিকেলে বগুড়ার কাহালুর বারমাইলে বীরকেদার ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবলু
খন্দকার। তিনি লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, গত রোববার বগুড়া প্রেসক্লাবে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়ারপাড়া গ্রামের মকবুল হোসেনের পুত্র মোখলেছার রহমান (ভুলু) সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মোখলেছার রহমান ভুলু গত ৭ আগষ্ট নিজেই পুকুরে মাছ ধরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সে ছাতুয়ারপাড়া জামে মসজিদের
পুকুর আওয়ামীলীগের দোহায় দিয়ে জোরপূর্বক ভাবে দখল করে আসছে। মোখলেছার রহমান ভুলু বীরকেদার ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য তিনি এলাকায় একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত। ইতিপূর্বে কাহালু
উপজেলা নির্বাহি অফিসার তাকে ভূমিদুস্য হিসেবে চিহিৃত করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন কারাদন্ড দিয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদল থেকে শুরু করে বর্তমানে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমাকে ও আমাদের দলকে হেয় প্রতিপূর্ণ করার জন্য ভূমিদস্যু মোখলেছার রহমান ভুলু সহ কতিপয় ব্যক্তি অপপ্রচার চালাচ্ছেন। তিনি সাংবাদিক ভাইদের লিখনির মাধ্যমে
উক্ত ঘটনার সঠিক তথ্য উন্মোচনের উদাত্ত্ব আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম (সাকিল), সদস্য ফিরোজ উদ্দিন, আরফান আলী, ইউনিয়ন যুবদলনেতা মুঞ্জুর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মোমিন প্রমূখ।
Check Also
সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …