বগুড়া সংবাদ : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৭ শহীদদের পরিবারের পাশে বগুড়া জেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৭ পরিবারের বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাত করে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বগুড়া জেলা বিএনপি। ১ সেপ্টেম্বর রবিবার সকালে বগুড়া শহর ও সদরের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার শিমুল মন্ডল, শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্রি এলাকার শহীদ সিয়াম হোসেন এবং শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার সেলিম উদ্দিন, এরুলিয়ার বানদীঘির আব্দুল মান্নান ও রিপন ফকির, বগুড়া সদরের রাজাপুর কুটির বাড়ীর মাহফুজ, বগুড়া সদরের চক আকাশ তাঁরা গ্রামের কমর উদ্দিন খান বাঙ্গির সহ নিহত ৭ পরিবারের বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাত করে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সাবেক আহব্বায়ক সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, জেলা বিএনপির নেতা মোশারফ হোসেন, শামীম আহম্মেদ, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ নেতৃবৃন্দ।
Check Also
দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …