সর্বশেষ সংবাদ ::

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন, শিগগিরই প্রজ্ঞাপন

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন, শিগগিরই প্রজ্ঞাপন

বগুড়া সংবাদ :সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরেকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের জারি করা প্রজ্ঞাপন শিগগিরই প্রত্যাহার হচ্ছে। আজ বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জামায়াত নিষিদ্ধের আদেশটি প্রত্যাহারের জন্য নথি স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন পেয়েছে।

জানা গেছে, প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন রয়েছে। প্রধান উপদেষ্টার সইয়ের পর আজ জারি হতে পারে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের প্রজ্ঞাপন। পরে প্রজ্ঞাপনটি গেজেটেও প্রকাশিত হবে।

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করে গত ১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। সেদিনই সেনাপ্রধানের অফিস ও বঙ্গভবনে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার

Check Also

বগুড়া জেলা পুলিশের শ্রেষ্ঠ ইনচার্জ নির্বাচিত হলেন শফিকুল ইসলাম

বগুড়া সংবাদ : বগুড়ায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *