বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ৪নং ওয়ার্ডের তিয়রপাড়া মোড় নামক স্থানে যুবদলের কার্যালয়ে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পৌর বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
জানা যায়, সোমবার রাতে কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্তরা এসে যুবদলের কার্যালয় ভাংচুর করে। এবং কার্যালয়ের ভিতরে ৪-৫ টি ককটেল ছুঁড়ে মারে। এতে ককটেল একটি ককটেল বিস্ফোরিত হয়। বেশ কিছু ককটেল অবিস্ফোরিত রয়ে যায়। এরপর পেট্রোল ঢেলে দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। মূহুর্তের মধ্যে কার্যালয়ের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান স্থানীয়রা।
নৈশ্যপ্রহরী নিখিল দেবনাথ জানান, আমি যুবদলের কার্যালয়ের পাশে একটি কাজে কিছুক্ষণের জন্য গেছিলাম। হঠাৎ এক বিকট শব্দ হয়। এরপর সেখানে এসে দেখি যুবদলের কার্যালয়ের ভিতরে আগুন জ্বলছে। এ সময় ঘটনাস্থল থেকে তাড়াহুড়ো করে কয়েকজন মোটরসাইকেল করে পালিয়ে যাচ্ছিল। সবার মুখ কাপড় দিয়ে বাধা এ কারনে কাহাকে চেনা সম্ভব হয়নি।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বেশ কিছু ককটেল সাদৃশ্য বস্তু রয়েছে। বিশেষ ইউনিটকে খবর দেওয়া হয়েছে রাজশাহী থেকে সেই ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করবে। এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।