শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মোটরসাইকেল লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তিন সন্ত্রাসীর বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার (১৯আগস্ট) ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এরআগে রবিবার (১৮আগস্ট) দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার প্রাঙণে অবস্থিত পপি ওয়ার্কসপ কারখানায় ওই হামলার ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের নায়েরখাগা গ্রামের প্রদীপ কুমার সরকার বিগত দুই বছর আগে একটি ওয়ার্কসপ কারখানা গড়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি মির্জাপুর বাজার এলাকার খবির উদ্দিনের ছেলে লিটন সেখ ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রথমে দশ হাজার এবং পরে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে বসেন। কিন্তু টাকা দিতে রাজী না হওয়ায় ওই ব্যবসায়ীকে বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকেন চিহিৃত চাঁদাবাজ চক্র। এমনকি চাঁদার টাকা নিয়ে গত ১৮আগস্ট দুপুরের দিকে প্রদীপ কুমারের সঙ্গে বাকবিতÐায় জড়িয়ে পড়েন লিটনসহ অজ্ঞাত পরিচয়ের আরো দুই সন্ত্রাসী। একপর্যায়ে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ীকে কিল-ঘুষি ও মারধর করতে থাকেন তারা। পাশাপাশি ওই ওয়ার্কসপ কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে প্রদীপের ব্যবহৃত বাজাজ মোটরসাইকেল লুটে নিয়ে যায় ওইসব সন্ত্রাসীরা।
ভুক্তভোগী ব্যবসায়ী প্রদীপ কুমার সরকার বলেন, ০৫আগস্টের পর থেকে আইন শৃঙ্খলাবাহিনী নিস্ক্রিয়তার সুযোগ নিয়ে ওইসব সন্ত্রাসীরা তাঁর কাছে চাঁদা দাবি করে বসেন। তাঁদের অব্যাহত অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেছি। এমনকি এই চাঁদাবাজদের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এই এলাকা ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। এরইমধ্যে তাঁকে মারধর, কারখানায় ভাঙচুরসহ মোটরসাইকেল লুটে নেওয়ার ঘটনা ঘটলো। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তাদের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেন।
এদিকে ঘটনার পর থেকে গা-ঢাকা দেওয়ায় অভিযুক্ত লিটন সেখের বক্তব্য জানা সম্ভব হয়নি। জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, গুরুত্বের সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন তিনি।
Check Also
শেরপুরে ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে হাতিয়ে নেওয়া তিনকোটি টাকা ফেরত পেতে এলাকাবাসীর মানববন্ধন
বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে তিন ভাই ফিলিং স্টেশনের মালিক সোবাহান আলী গংদের বিরুদ্ধে তিনকোটি …