সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ড্রেন ভরাট হয়ে জলাবদ্ধতা দুর্ভোগ গ্রামবাসির

বগুড়া সংবাদ  :বগুড়ার আদমদীঘি উপজেলার সামনে থেকে বাসস্ট্যান্ড হয়ে পশ্চিম বাজার রামশালা খাড়ি ব্রিজ পর্যন্ত অবস্থিত ড্রেন ভরাট হয়ে পানি নিস্কাশন না হওয়ায় সামন্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে কয়েকটি গ্রাম ও বিপুল পরিমান ধানক্ষেত হুমকির মুখে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছে গ্রামবাসী। এলাকাবাসী অবিলম্বে ড্রেনটি পুর্নঃনির্মাণ ও সংস্কার করার দাবী জানিয়েছেন।

স্থানীয়রা জানান, দেশ স্বাধীনের আগে শিবপুর, শিয়ালশন, জিনইর, বিষ্ণুপুর গ্রামসহ কয়েকটি গ্রাম ও মাঠের বৃষ্টির পানি নিস্কাশনের জন্য আদমদীঘি উপজেলা সদরের উপজেলার সামনে থেকে বাসস্ট্যান্ড হয়ে পশ্চিম বাজার রামশালা খাড়ি ব্রিজ পর্যন্ত অবস্থিত ড্রেন দিয়ে পানি নিস্কাশন হতো। ওই ড্রেন দিয়ে পানি নিস্কাশন হওয়ায় উল্লেখিত গ্রামে কোন জলাবদ্ধতা ছিল না। দেশ স্বাধীনতার পর থানা বা উপজেলা পর্যায়ে উন্নয়ন হলেও ওইসব গ্রামের বৃষ্টির পানি নিস্কাশনের জন্য ড্রেনের কোন সংস্কার কিংবা পুননির্মান করা হয়নি। ফলে ক্রমেই জলাবদ্ধতা বেড়েই চলেছিল। বর্তমানে আদমদীঘি সদরের উপজেলার সামনে থেকে সড়ক ও জনপথের ধার ঘেঁষে যে ড্রেন দিয়ে পানি নিস্কাশন হতো সেই ড্রেনে বিভিন্ন দোকানপাট ও বাসা বাড়ির আবর্জনা ফেলে পানি নিস্কাশনের পথ প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে শিবপুর, শিয়ালশন, জিনইর, বিষ্ণুপুর গ্রামসহ কয়েকটি গ্রাম ও মাঠের ধানক্ষেতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জমির ধানসহ অন্যান্য আবাদ পানির নিচে তলিয়ে গেছে। এ ব্যাপারে শিয়ালশন গ্রামের জুলফিকার আলী, শিবপুর গ্রামের গোলাম ফারুকসহ অনেকের অভিযোগ সুষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নিস্কাশন হয় না। ফলে নানা দুর্ভোগে পোহাতে হচ্ছে। তারা অবিলম্বে ড্রেনটি পুর্ননিমান ও সংস্কার করার দাবী জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Check Also

দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত

বগুড়া সংবাদ:    দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *