বগুড়া সংবাদ : বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ দুই উপাধক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনকালে ছাত্রদের আন্দোলনে সামিল হতে না দেয়া, স্বৈরাচারের পক্ষ অবলম্বন, অর্থিক অনিয়ম, ভর্তি বাণিজ্য করা, আর্থিক হিসাব প্রদান না করা, বিভিন্ন কৌশলে ছাত্রদেরকে হয়রানি করা, অনিয়ম দূর্নীতির অভিযোগ, শিক্ষক নিয়োগ বৈধবাবে না করা, শিক্ষকদের নির্যাতন করা, পাঠ্যপুস্তকের বাহিরে বই সিলেকশন করা, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করে স্কুলের সকল শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিয়াম ফাউন্ডেশন এর পরিচালক ও উপ পরিচালক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। এই স্মারক লিপিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়। রোববার সকাল ১১ টা থেকে বগুড়ার উপশহর এলাকায় অবস্থিত বিয়াম মডেল স্কুলের সামনে
শতশত শিক্ষার্থীরা অধ্যক্ষ ও দুই উপাধ্যক্ষের পদত্যাগ দাবী করে। এসময় শিক্ষার্থীরা স্কুল গেটের সামেন অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে সেখানে অপর একদল যুবক তাদের ধাওয়া দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের ও দুই উপাধ্যক্ষের পদত্যাগ দাবী করে। খবর পেয়ে দুপুরে সেনাসদস্য ও জেলা প্রশাসন কর্মকর্তারা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। কথা বলে বিভিন্ন দাবী দাওয়া শুনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করার বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তারা করবেন বলে জানায়। পরে বিচারের আশ^াস পেয়ে শিক্ষার্থীরা ফিরে যায়। বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
Check Also
দুপচাঁচিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে …