বগুড়া সংবাদ : ‘কোটা সংস্কার অন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের’ প্রতিবাদে ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩১ জুলাই) বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা। কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল ১১টার পর পর শিক্ষার্থীরা শহরের জলেশ্বরীতলার শহীদ আব্দুল জব্বার সড়কে সমবেত হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে কালি মন্দিরের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে বসে পড়ে বিক্ষোভ শুরু করে তারা। আধা ঘণ্টা সেখানে অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তারা আবারো জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।সেখান থেকে মিছিল নিয়ে তারা জেলখানা মোড়ে যায়। সেখানে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি সমাপ্ত করে।সমাবেশ চলাকালে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যূাহার করতে হবে। সেইসঙ্গে তারা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।তাদের হাতে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বুকে দাবি লিখে নিয়েও রাস্তায় নামেন অনেক শিক্ষার্থী।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …