বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক রাতে ৫ টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। চুরি হওয়ার পর থেকে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। রোববার (২৮ জুলাই) রাতের যে কোন সময় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি জানান, উপজেলার কাথম গ্রামের ক্ষুদে ব্যবসায়ী খলিলুর রহমান বিভিন্ন হাট বাজারে চানাচুরের দোকান দিয়ে ব্যবসা করেন। সেই ব্যবসার পাশাপাশি বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন তিনি। ওই গ্রামে প্রায় বাড়িতে গরু পালন করে থাকেন। এমতাবস্থায় গত রোববার রাতের যে কোন সময় গোয়াল ঘরের তালা ভেঙে ছোট-বড় ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে তার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত খামারি দাবি করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, গরু চুরির কথা শুনেছি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …