সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় টিনের ছাউনী মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতের স্পর্শে কাবির খন্দকার(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাবির দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মৌলভী পাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে। গত ৯জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় নিজ বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনারদিন কাবির নিজ বাড়িতে টিনের ছাউনী মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে সে একটি কাঁচা বাঁশ টিনের ছাউনীতে দিতে গেলে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতা বসতঃ বাঁশটি লাগলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। স্থানীয়রা দ্রæত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক বিদ্যুত স্পর্শে কাবির খন্দকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বিদ্যুৎ স্পর্শে কাবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

আদমদীঘিতে নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের নেতা আমিরুল ইসলাম ভোলা (৪২) গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *