বগুড়া সংবাদ : জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত করার লক্ষে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীর ভবন শ্রী শ্রী অনাদি লিঙ্গ মহদেব বিগ্রহের মন্দির ও এর অধীনস্থ সম্পত্তি রক্ষণা বেক্ষণের জন্য মঙ্গলবার দুপুরে মন্দির প্রাঙ্গনে কার্যকরী কমিটি গঠন প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী নির্মল চন্দ্র দেবনাথ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র মন্দিরের সেবায়েত শ্রী বাদল চন্দ্র, বগুড়া সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নিত্য চন্দ্র দে, এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন সুবাস চন্দ্র বর্মন প্রমূখ।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে শ্রী সুখদেব কৃষ্ণ গোস্বামীকে সভাপতি, শ্রী নির্মল চন্দ্র দেবনাথকে সাধারণ সম্পাদক, শ্রী মিলন চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক ও শ্রী সুজন চন্দ্র বর্মনকে কোষাধ্যক্ষ করে ১০১ সদস্যযোগীর ভবন শ্রী শ্রী অনাদি লিঙ্গ মহদেব বিগ্রহ কার্যকরী কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক ভক্তবৃন্দ।
Check Also
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা
বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …