সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে মাদকসহ গ্রেপ্তার ১

আদমদীঘিতে মাদকসহ গ্রেপ্তার ১

বগুড়া সংবাদ:  বগুড়ার আদমদীঘিতে ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুক্তার হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মুক্তার হোসেন উপজেলার কুমারগাড়ি গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যায় মুক্তার হোসেন উপজেলার কুমারগাড়ী গ্রামের নিজ বসতবাড়ির পাশে একটি রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় করছিলো। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিয়ান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে তার কাছে থেকে মাদকদ্রব্য ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

Check Also

ধুনটে আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় আওয়ামীলীগ নেতা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *