বগুড়া সংবাদ : বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে রোববার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটিতে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা কর্মীরা। বৃষ্টি কারনে বেলা ১২ টায় এক জমকালো বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।
এর পর শহরের সাতমাথার মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জেলা আওয়ামীলীগের সভাপতি বগুড়া-৫ আসনের এমপি মজিবর রহমান মজনু।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ আসনের এমপি রাগেবুল আহসান রিপু। জেলার সহ-সভাপতি যথাক্রমে আবুল কালাম আজাদ, এড. আব্দুল মতিন ,ডা: মকবুল হোসেন, এড.আমান উল্লাহ, সাগর কুমার রায়,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, জাকির হোসেন নবাবা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ ভাষা আন্দোলনের পথ পেরিয়ে মহান মুক্তিযুদ্ধ.বাঙালীর ভোট ও ভাতের অধিকার নিশ্চিত, গনতন্ত্র পুন:প্রতিষ্ঠাসহ এ দেশের মানুষের যা কিছু মহৎ অর্জন আওয়ামীলীগের হাত ধরে অর্জিত হয়েছে।