সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার

ধুনটে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার

বগুড়া সংবাদ :  বগুড়ার ধুনটে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) গ্রেফতারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- শাকদহ পশ্চিমপাড়া এলাকার মৃত বেলায়েত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (৩২), পেঁচিবাড়ী গ্রামের রজব আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) ও পূর্ব গুয়াডহুরী গ্রামের মাফু কালামের ছেলে শিহাব (২৮)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ সবুজ মন্ডলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া রবিউল ইসলামকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া পৃথক আরেকটি অভিযানে
ডাকাতি মামলার পলাতক আসামী হিসেবে শিহাবকে গ্রেফতার করা হয়। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদের শনিবার বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *