বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা ও কেক কর্তনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ঢাকা মহানগর থেকে বাংলা ভাষায় প্রকাশিত মিডিয়া চলচিত্র ও প্রকাশনায় ৮ম স্থানে তালিকাভূক্ত বহুল প্রচারিত এই পত্রিকাটি ১ যুগে পর্দাপন করলো।
এ উপলক্ষ্যে আজ সোমবার ১০ জুন বেলা সাড়ে ১২টায় উপজেলার সভা কক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
দৈনিক আমার সংবাদের শাজাহানপুর প্রতিনিধি নাজিরুল ইসলামের আয়োজনে শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, আশেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী, গোহাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, আড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা আনছার ও ভিডিপি কর্তকর্তা নুসরাত জাহান তিথি। এছাড়াও অনুষ্ঠানে আরো ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আলম, দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, সাবেক সভাপতি শাহাদত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকারিয়া আলম, তৌফিক এলাহী প্রমূখ। জিয়াউর রহমান, শাজহাানপুর।