বগুড়া সংবাদ : সাংবাদিক সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি, অনাচার, ভালো-মন্দ সব কিছুই সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিকরা তুলে ধরেন। তাই সংবাপত্রের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন ঘটে। অযথা বিভ্রান্তিমূলক কোনো সংবাদ প্রকাশ না করে প্রতিটি ঘটনার সত্যতা যাচাই করে গুরুত্বের সাথে প্রত্যেক সাংবাদিকের সংবাদপত্রে লেখা উচিত। গত ৬জুন বৃহস্পতিবার বিকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দুপচাঁচিয়া
উপজেলা কমিটির আয়োজনে পত্রিকা ১৯বছরে পর্দাপণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী। উপজেলা প্রেসক্লাবে ফ্রেন্ডস ফোরামের
সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক আলাউদ্দিন ফকির এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী,
দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি আজিজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও
যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি অরবিন্দ কুমার দাস, সহসভাপতি অসীম কুমার দাস, সদস্য হাম্মাদ আলী, আনোয়ারুল আজাদ লিটন প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
Check Also
নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …