
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১মে) শুক্রবার সকালে উপজেলা হলরুমে দিবসটির তাৎর্পয নিয়ে এক আলোচনা সভা সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তামাক মহামারী এবং প্রতিরোধ যোগ্য মৃত্যু, তামাক ব্যবহারে বিপদ সর্ম্পকে সচেতনতা বাড়াতে এবং সেবন কমাতে কার্যকর নীতির পক্ষে সমর্থন ও রোগের প্রতি দৃষ্টি আর্কষন করার জন্য দিবসটি পালন করা হয়। তামাক ব্যবহারের বিপদ সর্ম্পকে সচেতনতা বাড়াতে এবং সেবন কমানো দিবসের মূল উদ্যোশ্য। দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মেডিকেল আবাসিক অফিসার ডাঃ মাহবুব হোসেন, আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা