বগুড়া সংবাদ :দুপচাঁচিয়ার মেসার্স সেতু ইলেকট্রনিক্স মার্সেল ডিট্রিবিউটর থেকে মার্সেল এর ঈদ অফারে পন্য কিনে ১০লাখ টাকা ক্যাশব্যাক পেলেন এক গ্রাহক। এ উপলক্ষে গত ৩১মার্চ শুক্রবার র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ অফারের চেক বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মার্সেল এর এডিশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর হেড অব বিসনেস মতিউর রহমান এর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিত্র নায়ক আমিন খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিত্র নায়ক ইমন
খাঁন, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, চামরুল ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, মার্সেল এর এডিশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর হেড অব সেলস কুদরত- ই-খোদা সাফওয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈদ অফারে ক্যাশব্যাক পাওয়া ক্রেতা হয়রত আলী, মার্সেল ডিট্রিবিউটর মেসার্স সেতু ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী ফেরদাউস আলম প্রমুখ। পরে ঈদ অফারে পন্য কিনে ১০লাখ টাকা পাওয়া উপজেলার গুনাহার ইউনিয়নের হয়রত আলীর হাতে চেক তুলে দেন
অতিথিবৃন্দ।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …