সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৫ লাখের বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

বগুড়ায় ৫ লাখের বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

বগুড়া সংবাদ :  আগামী ১ জুন বগুড়ায় ৫ লাখ ১২ হাজার ৬৮৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৬১ হাজার ৯২১ জন ও
১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৪ লাখ ৫০ হাজার ৭৬৭ জন। বৃহস্পতিবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়। ভিটামিন এ ক্যাপসুলের মান উন্নত এবং পরীক্ষিত এতে
কোন পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি হবে না। এ কারণে কোন অপপ্রচার চালানোর সুযোগ নেই। স্বেচ্ছাসেবীরা কিভাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যদি কোন অভিভাবক তার সন্তানকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে না চান তবে জোর করে খাওয়ানো হবে না। আগামী ১ জুন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অত্যন্ত উচ্চমানের এবং পরীক্ষিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাশহুরুল আলমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন
ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহানাজ পারভীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃ সামির হোসেন মিশু, মেডিকেল অফিসার ডাঃ পূনম সরকার
প্রমুখ। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১ জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ১২ উপজেলায় ২ হাজার ৮৬৭ কেন্দ্রে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৯১২ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ’ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার ৭৬৭ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে স্বাস্থ্যকর্মীসহ ৫ হাজার ৭৩৪ জন স্বেচ্ছাসেবী সহযোগিতা করবেন।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *