সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে আবারো উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ ও পাপিয়া সুলতানা

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। মটরসাইকেল প্রতীকে সোহরাব হোসেন ছান্নু পেয়েছেন ৫২৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন পেয়েছেন ৪২৩৩১ ভোট। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মাদলা ইউনিয়ন
আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ৩৬৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইক প্রতীকে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান সাহিন পেয়েছেন ২২৪০৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে ৫০০০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পাপিয়া সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাভলী ইয়াছমিন স্বপ্না ফুটবল প্রতীকে পেয়েছেন ১৯৬০১ ভোট। বুধবার রাত ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারী ভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে উপজেলার ৭২টি কেন্দ্রে নির্বিচ্ছিন্ন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৩শ’ ১৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১শ’ ৩৩, নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ১শ’ ৮৩ এবং হিজরা ভোটার ২ জন।
নির্বাচনে মোট ভোটের ৪০ শতাংশ ভোট কাষ্ট হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ পেয়েছেন ৭৮৮২ ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে অপর প্রার্থী সাদ্দাম হোসেন মোল্লা পেয়েছেন ২৮৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি
সাজেদুর রহমান সবুজ উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৮২৪৩ ভোট, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রুবেল সরকার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৭০৩৯ ভোট এবং উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ১৪২০৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হেফাজত আরা মিরা পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১৫৮১৮ ভোট এবং কলস প্রতীকে রওশন আরা বেলুন পেয়েছেন ১২৩১৩ ভোট। নির্বাচন চলাকালে বিচ্ছিন্ন কিছু ঘটনায় উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৯জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলার ভোটার হয়ে শাজাহানপুর উপজেলার বামুনিয়া সরকারী প্রাথমিক কেন্দ্রের পাশে আনারস প্রতিকের ক্যাম্পে বসে টোকেন বিতরনের
অপরাধে শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরানকে আটক করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। এছাড়া মোবাইল নিয়ে কেন্দ্রে ঢোকার অপরাধে ৫জন পুলিং এজেন্টকে আটক করা হয়েছে এবং পুলিং এজেন্টের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কেন্দ্রের বাহিরে ঘুরে বেড়ানোর অপরাধে আরো ২জন পুলিং এজেন্টকে আটক করা হয়। ভাইস চেয়ারম্যানের দুটি ব্যালট বাক্ধেসঢ়;্র না ফেলে পকেটে করে নিয়ে যাওয়ার অপরাধে আরো ১জনকে আটক করা হয়েছে। আটক ৯ জনের মধ্যে ৮জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরুর প্রথম দিকে একেবারেই কম সংখ্যক ভোট পড়ে। কিন্তু বেলা গড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সেদিক থেকে উপজেলার নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোট শুরুর ২ ঘন্টা পর সকাল ১০টায় ভোট পড়েছে ২.৮৩ শতাংশ ভোট। দুপুর ২টায় ভোট বেড়ে দাড়িয়েছে ২২.০৭ শতাংশ। এভাবে প্রায় প্রত্যেকটা কেন্দ্রে বেলা গড়ার
সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকে। তবে ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করা কিছু মানুষকে ভোট দিয়েছেন কিনা জানতে চাইলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে নির্বাচনের কোন পরিবেশই নাই তাই তার ভোট কেন্দ্রে যাননি। নিজেকে বিএনপির কর্মী দাবী করে নাম প্রকাশ না করার শর্তে এক
ব্যক্তি বলেন, দেশে আওয়ামী লীগের রাজত্ব চলছে। নির্বাচনের নামে চলছে প্রহশন। তাই তারা সকল প্রকার নির্বাচন বর্জন করেছেন।

রিটার্নিং অফিসার শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম জাকির জানান, সুন্দর, সুষ্ঠ ভাবে ভোট গ্রহন ও গণনা শেষে চেয়ারম্যান পদে সোহরাব হোসেন ছান্নুকে এবং ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মজিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপিয়া সুলতানাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *