
বগুড়া সংবাদ : শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা আনারস প্রতীক নিয়ে ৭৭ হাজার ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফিরোজ আহম্মেদ রিজু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৭ হাজার ৮০৬ ভোট পেয়েছেন। এই উপজেলায় শাহনেওয়াজ বিপুল তালা প্রতীকে ৩৯ হাজার ২৭০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতী আক্তার টুম্পা কলস প্রতীকে ৩০ হাজার ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা