বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি কম্বাইড হারভেস্টার মেশিন ১ জন কৃষককে প্রদান করা হয়েছে। উক্ত কম্বাইড হারভেস্টার মেশিন ১ জন কৃষককে প্রদান করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ
মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল জব্বার, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. মীর কাশিম আলী, মৎস্য সম্প্রসারণ অফিসার রাইহাতুন নাহার, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মাসুদ রানা সহ উপ- সহকারি কৃষি অফিসারবৃন্দ। উল্লেখ্য যে, কাহালুতে ভর্তুকির ১৪টি কম্বাইড হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। ইতিমধ্যে মাঠে ধান কাটছে ৬/৭টি মেশিন।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …