সর্বশেষ সংবাদ ::

২য় বার চেয়ারম্যান নির্বাচিত হলেন সুরুজ কাহালুতে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন

 

    ২য় বার চেয়ারম্যান নির্বাচিত হলেন সুরুজ কাহালুতে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন

বগুড়া সংবাদ :  কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো আনারস প্রতিক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ৩৮ হাজার ৩”শ ৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মোটর সাইকেল প্রতিকে পেয়েছে ৩৩ হাজার ৯”শ ৪৬ ভোট। এদিকে সাধারণ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্ল্যাহ আল মাসুদ সুমন টিউওবয়েল প্রতিকে ৩৪ হাজার ১”শ ০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী মো. আব্দুর রশিদ লালু তালা প্রতিকে পেয়েছে ১৪ হাজার ৯”শ ৯৩ ভোট ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আছমা বেগম প্রজাপতি প্রতিক নিয়ে ৪৭ হাজার ৫”শ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী মোছা. রওশন আকতার কলস প্রতিকে পেয়েছে ২৬ হাজার ৭৩ ভোট।
অপরদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ১০ জনের অর্থদন্ড ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলাকালে ৬৫টি ভোট কেন্দ্রের ভিতর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে মোট ১০ টি মামলায় ১০ ব্যক্তির ভ্রাম্যমাণ আদালতে ২২ হাজার ২”শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করেন আইন-শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই তৎপর ছিলেন।
ভোটগ্রহন চলাকালে বিজিবি, র‌্যাব, মোবাইল টিম, স্টাইকিং ফোর্স বিভিন্ন ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় টহল দিতে দেখা গেছে। যেখানেই বে-আইনী সমাগমের চেষ্টার মত কোনো ঘটনা পরিলক্ষিত হয়েছে সেখানেই ম্যাজিস্ট্রট ও আইন-শৃঙ্খল বাহিনী ছ‚টে গিয়ে মূহুর্তের মধ্যেই পরিস্থিতি শান্ত করেছেন। সহকারী রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ জানান, সকলের সহযোগিতায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

Check Also

দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে গরীর দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *