বগুড়া সংবাদ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু (আনারস মার্কা) আনারস ৩৯ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা (মোটরসাইকেল মার্কা) ৩২ হাজার ১ শত ২৮ ভোট পেয়েছেন। আর ঘোড়া প্রতীক নিয়ে জ্যেষ্ঠ প্রভাষক ও সাংবাদিক তোফায়েল হোসেন লিটন ভোট পেয়েছেন ৩ হাজার ৯ শত ৩০ ভোট পেয়েছেন। অপরদিকে নির্বাচনে মাহমুদুর রহমান পিন্টু (টিউবয়েল মার্কা) টিউবয়েল ৩৮ হাজার ৪ শত ০১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর রহমান মন্টি (চশমা মার্কা) ৩৪ হাজার ৮ শত ৩৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা বেগম চাঁপা খন্দকার (হাঁস মার্কা) ৪৩ হাজার ৬ শত ৫৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাত জাহান কুইন (প্রজাপতি মার্কা) ২৯ হাজার ২শত ৯৮ ভোট পেয়েছেন।
আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রুমানা আফরোজ জানান, এই উপজেলায় মোট ১ লাখ ৭২ হাজার ৪৯০ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটর ৮৬ হাজার ৫৩৭ জন ও নারী ভোটার ৮৫ হাজার ৯৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১জন রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে ৪১শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলায় কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।