বগুড়া সংবাদ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু (আনারস মার্কা) আনারস ৩৯ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা (মোটরসাইকেল মার্কা) ৩২ হাজার ১ শত ২৮ ভোট পেয়েছেন। আর ঘোড়া প্রতীক নিয়ে জ্যেষ্ঠ প্রভাষক ও সাংবাদিক তোফায়েল হোসেন লিটন ভোট পেয়েছেন ৩ হাজার ৯ শত ৩০ ভোট পেয়েছেন। অপরদিকে নির্বাচনে মাহমুদুর রহমান পিন্টু (টিউবয়েল মার্কা) টিউবয়েল ৩৮ হাজার ৪ শত ০১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর রহমান মন্টি (চশমা মার্কা) ৩৪ হাজার ৮ শত ৩৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা বেগম চাঁপা খন্দকার (হাঁস মার্কা) ৪৩ হাজার ৬ শত ৫৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাত জাহান কুইন (প্রজাপতি মার্কা) ২৯ হাজার ২শত ৯৮ ভোট পেয়েছেন।