সর্বশেষ সংবাদ ::

প্রত্যেক মানুষকে সচ্ছলতা করতে কাজ করছে সরকার -জেলা প্রশাসক-বগুড়া

বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন,সরকার দেশের প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছলতা করতে বহুমাত্রিক কর্মসূচী হাতে নিয়েছে। দারিদ্র বিমোচনের মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিচ্ছে সরকার। ভবিষৎ পরিকল্পনা নিয়ে সরকার

সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের নেয়া কর্মসূচীগুলো সঠিক ভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না, থাকবে না কোন মানুষের অসচ্ছলতা। সবাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে,সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,জনপ্রতিনিধি, ব্যবসায়ী,
রাজনৈতিক নের্তৃবৃন্দ,গনমাধ্যমকর্মী ও সূধীজনদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা হলরুমে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, সিনিয়র বগুড়া জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী প্রমূখ।
প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আদমদীঘিতে আগমন করে আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রহিম উদ্দীন কলেজ প্রাঙ্গনে ভোট গ্রহনকারী অফিসারদের প্রশিক্ষন কার্যক্রমের উদ্ধোধন করেন। এছাড়াও উপজেলা ভুমি অফিস পরিদর্শন, আদমদীঘি থানা পরিদর্শন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্প ও আমার বাড়ি আমার খামার পরিদর্শন করেন। পরে প্রধান অতিথি উপজেলা গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দরিদ্র-অসহায় নারীদের সাঝে সেলাই মেশিন বিতরন করেন।

Check Also

রাণীনগরে সাংবাদিক এবং সাংবাদিকের পিতার মৃত্যু

বগুড়া সংবাদ :  নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *