বগুড়া সংবাদ : আগামী ২৯ মে বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন আনারস প্রতিকে চেয়ারম্যান প্রার্থী ভিপি সাজেদুর রহমান সাহীন। বুধবার বিকেলে হোটেল সিয়েস্টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ উপজেলা নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদুল হক আরজু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি সৈয়দ আবু বকর সিদ্দিক রিপন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হান্নানুর রহমান হান্নান, মিনহাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুক্তা, আওয়ামীলীগ নেতা সুমন, রমজান আলী, বুলবুল, আল আমিন, জাহাঙ্গীর, ইয়াছিন আলী দেওয়ান, লতিফুল বারীদুলু, ইদ্রিস, সামসু, রাজু, নিশাত, লিমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়াউল হক জুয়েলসহ আওয়ামী লীগ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদুল হক আরজু জানান, মতবিনিময়কালে উপস্থিত নেতারা আনারস প্রতিকে ভিপি সাজেদুর রহমান সাহীনের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
Check Also
বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের কমিটি স্থগিত করেছে হাইকোর্ট
বগুড়া সংবাদ :বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের কমিটি স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কদের ও বিচারপতি …