

জোন এর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর দিক-নির্দেশনায় এবং কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের বিনোদ কল্যণপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য কমফোর্ট জোন (স্বস্থি ঘর) এর উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিনোদ কল্যণপুর উচ্চ বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর রহিম প্রামানিক। উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতা। অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বর্মন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শফিউল আলম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউ পি সদস্য আলহাজ্ব মোজাহার আলী, আব্দুল মান্নান, গোলাম রব্বানী, সেলিনা বেগম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।