সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী লাঞ্চিত ঘটনায় পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে মানব বন্ধন

বগুড়া সংবাদ :  বগুড়ার কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এখলাস হোসেনের উপর অতর্কিত হামলাকারী মাসুম রব্বানী ওরফে মাসুম (৪০)কে অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার বেলা ১১টায় কাহালু চারমাথ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানব বন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন কাহালু পৌরসভা সার্ভিস
এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ। উক্ত মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা
(ভারপ্রাপ্ত) এখলাস হোসেন, উপ-সহকারি প্রকৌশলী (ওয়াটার সুপার) শরিফুল ইসলাম, বগুড়া জেলা ও কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, কাহালু
পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব জাহেদুর রহমান, পৌর কাউন্সিলর শাহজাহান আলী সাহা, হাফেজ নজরুল ইসলাম সাইফুল, ইব্রাহীম আলী, আব্দুল আলীম, শিউলী রাণী দেব, কাহালু পৌরসভা সার্ভিস
এসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, শফি কামাল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন সহ অত্র সার্ভিস এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ। উল্লেখ্য যে, গত ২৫ এপ্রিল কাহালু পোষ্ট অফিস এলাকায় পৌরসভার উপ- সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এখলাস হোসেনকে লাঞ্চিত ও মারপিট করেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালুর ছেলে মাসুম রব্বানী ওরফে মাসুম ও অজ্ঞাতনামা তার এক সহযোগী। এ ব্যাপারে ২৭ এপ্রিল পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এখলাস হোসেন বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। কাহালু থানা পুলিশ প্রধান আসামীর সহযোগীকে গ্রেফতার করলেও প্রধান আসামী মাসুম রব্বানী ওরফে মাসুমকে এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

Check Also

জোড়পুর্বক জমি দখলের পায়তারা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ :  জোড় পুর্বক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *