সর্বশেষ সংবাদ ::

বগুড়া শহর যুবলীগের কর্মী সভা!

বগুড়া শহর যুবলীগের কর্মী সভা!
বগুড়া সংবাদঃ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষে বগুড়ায় শহর যুবলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে যুবলীগের লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। সংগঠনের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ন-সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এজাজুল হক ডনেল, শহর যুবলীগের সহ-সভাপতি সেতু খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাস, জহিরুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বুলবুল প্রমুখ।।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *